ধামরাইয়ে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল ৩ জনের

আগের সংবাদ

আশুলিয়ায় থানা শ্রমিকলীগের সহ-সভাপতির উপর হামলা

পরের সংবাদ

আশুলিয়ায় পাথর ভর্তি ট্রাকে ফেনসিডিল, ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইস্কান্দার হোসাইন ( রুদ্র )

প্রকাশিত :৬:০৪ অপরাহ্ণ, ০২/০৮/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া: রাজধানীর আশুলিয়া থেকে দুই শতাধিক ফেনসিডিলের বোতলসহ একটি পাথরভর্তি ট্রাক আটক করেছে র‌্যাব-৪। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২ জুলাই) দুপুরে র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী হলো– মো. আজাদুল ইসলাম (২৭), মো. আইয়ুব আলী (৫৯) ও মো. মর্তুজা (৪৫)।

র‌্যাব কর্মকর্তা সাজেদুল ইসলাম সজল জানান, ১ আগস্ট রাতে গোপন সংবাদে র‌্যাব আশুলিয়া থানাধীন বাইপাইল বাসস্ট্যান্ড সংলগ্ন চন্দ্রা-নবীনগর সড়কের নাভানা ফিলিং স্টেশনের পাশে অভিযান পরিচালনা করে। সেখানে একটি পাথরভর্তি ট্রাকের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকা থেকে ফেনিসিডিল কিনে ঢাকাসহ আশপাশের এলাকায় পাইকারি বিক্রি করে থাকে।

তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব।