সাভারের ‘ডাকাত দলনেতা’ গ্রেপ্তার

আগের সংবাদ

ধামরাইয়ে অপহৃত দুই স্কুল ছাত্রী উদ্ধার, আটক ১

পরের সংবাদ

আশুলিয়ায় হরতালের কোনো প্রভাব নেই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৫ পূর্বাহ্ণ, ০৭/০৭/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের কোনো প্রভাব নেই আশুলিয়ায়। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (০৭ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।

আশুলিয়ায় বাইপাইল মোড়, নবীনগর, জিরাবোসহ আশপাশের কোন রাস্তায় এখন পর্যন্ত হরতালের পক্ষে কোনো মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে সামান্য সমাবেশ ও মিছিল ছাড়া কিছু দেখায় যায়নি। হরতাল চলাকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে সকাল থেকেই ভারী যান চলাচল করতে দেখা গেছে। স্বাভাবিক দিনের মতোই খুলেছে দোকানপাট, মার্কেট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। অফিসের উপস্থিতি স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, হরতালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আশুলিয়ার বাইপাইল ট্রাফিক বক্সের দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন রুমী বলেন, আশুলিয়ার কোথাও কোনো হরতালের প্রভাব নেই । জীবনযাত্রা প্রতিদিনের ন্যায় স্বাভাবিক রয়েছে।