আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আগের সংবাদ

গবিতে শিশুবান্ধব হাসপাতাল বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি

পরের সংবাদ

আশুলিয়ায় মলম পার্টির ১১ সদস্য আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৩৩ অপরাহ্ণ, ১৮/০৬/১৯

হাসান ভূইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় মলম পার্টির ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। সোমবার বিকেলে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

সোমবার রাতেই আটককৃতদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম।

আটকৃতরা হলেন- মোঃ রবিউল ইসলাম রবি (৪৫) মাগুড়া জেলার সদর থানার বায়না গ্রামের মৃত শামীম শেখ ছেলে, মোঃ রুমান হোসেন (২৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শ্রী ফলতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে, মোঃ রাসেল হোসেন হিরা- (২৮) পাবনা জেলার আটবাড়িয়া থানার গোপালপুর গ্রামের মৃত সানজুর রহমান শামীমের ছেলে, মোঃ তোয়াজ আলী- (৩০) সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার নোকালি উত্তরপাড়া গ্রামের আহাম্মদ আলী ছেলে, রাশেদ মিয়া রাসেল- (৩৫) টাঙ্গাইল জেলার ধণবাড়ী থানার সিংকাঠা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। মোঃ তৌফিজুল ইসলাম রানা (৩৬) গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৃত রহমান আলীর ছেলে । মোঃ আজিজুল ইসলাম (৩৫) নওগাঁ জেলার আত্রাই থানার হিঙ্গর কান্দি গ্রামের মোঃ সাদিক প্রামাণিকের ছেলে। রাসেল হোসেন – (২৭), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার শেওড়া তলী গ্রামের পিতা- এসহাক আলীর ছেলে। রফিকুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম জেলার বুড়িন্দাবাড়ী থানার ছোটয়ারী বাড়ী গ্রামের মজনু মিয়ার ছেলে, মশিউর রহমান (৩৫) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাহাড়পুর গ্রামের মৃত দবির আলী উদ্দিনের ছেলে ও মোঃ জাকির হোসেন (৪৫) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কেদারপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আজহারুল ইসলাম জানান, মলম পার্টি ও ছিনতাইকারী দলের দুই সদস্য আগেই আটক করা হয়েছিলো, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে বাকিদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।