আশুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ফরমালিনযুক্ত আম ধ্বংস

আগের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় শ্রমিক নিহতের জেরে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ

পরের সংবাদ

আশুলিয়ায় সড়ক ও জনপথের অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৫৯ অপরাহ্ণ, ২৯/০৫/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায়  মানিকগঞ্জ সড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাটে এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় সড়কের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা প্রায় শতাধিক টিনশেড ও আধাপাকা দোকান উচ্ছেদ করা হয়েছে। সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান ফারুকী এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় মানিকগঞ্জ সড়ক বিভাগের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিলো।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর রহমান জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।