নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
মানবতা, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল এর ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে মানবকল্যান অসাম্প্রদায়িক চেতনাবোধের আলোকশিখা কবি নজরুল শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি, সম্মননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল টার দিকে ঢাকার তোপখানা রোড এলাকার বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুপ্রীম কোর্ট এর বিশিষ্ঠ আইনজীবি আলহাজ্ব ড. মোঃ আবদুর রহিম এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ মঈনুদ্দিন কাজল, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পারুল আক্তার, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক রেজাউল করিম সেলিম ও বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক লায়ন মোঃ ইমাম হোসেনসহ আরো অনেকে।
পরে ইফতার ও দোয়া মাহফিল এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তী করা হয়।