আশুলিয়ায় নবজাতক ফেলে গেলেন এক মা, দত্তক নিতে চান শত মা!

আগের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক সংগঠনের যৌথ সংবাসম্মেলন

পরের সংবাদ

আশুলিয়ায় গণধর্ষণ মামালার প্রধান আসামী গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩০ পূর্বাহ্ণ, ১৭/০৫/১৯

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলার প্রধান আসামী বিল্লাল হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় আসামীকে গ্রেপ্তার গিয়ে পুলিশের এক কর্মকর্তা আহত হন।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আশুলিয়ার মধুপুর উত্তর পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার মধুপুর উত্তর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বিল্লাল পালিয়ে যেতে ধস্তধস্তি শুরু করে। এসময় আহত হই।

উল্লেখ্য যে, গত ৮ জানুয়ারি মাসে রাতে কারখানা ছুটি শেষে সহকর্মী এক ছেলে সঙ্গে নিয়ে আশুলিয়ার বলিভদ্র এলাকায় ভাড়া বাসাতে যাচ্ছিলো ভুক্তভোগী নারী শ্রমিক। এসময় তাদের গতিরোধ করে ছেলে সহকর্মী মারধর করে তাড়িয়ে দেয়। পরে নারী শ্রমিককে জোর করে পাশ্ববর্তী বাগানে নিয়ে বিল্লাহ, আবুল হোসেন এবং হাসিব নামের তিন যুবকের পালাক্রমে গণধর্ষণ করে।

এ ঘটনার দুইদিন পর ভুক্তভোগী নারী বাদী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।