ধামরাইয়ে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

আগের সংবাদ

আশুলিয়ায় নবজাতক ফেলে গেলেন এক মা, দত্তক নিতে চান শত মা!

পরের সংবাদ

আশুলিয়ায় চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৪১ অপরাহ্ণ, ১৪/০৫/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিসহ বিভিন্ন দাবিতে মদিনা সোয়েটার নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে বিক্ষোভ করছে শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার শিমুলতলা এলাকার মদিনা সোয়েটার কারখানা সামেন কয়েকশ শ্রমিক বিক্ষোভ শুরু করে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েক জন শ্রমিক ছাঁটাই করা হয়। এর মধ্যে সোমবার হঠাৎ করে লিংকিং সেকশনের ৪৯ জন শ্রমিককে এক সাথে ছাঁটাইয়ের নোটিশ দেয় এবং সেই সাথে সেকশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এ ব্যাপারে অ্যাডমিন ম্যানেজার এসএম খোকনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে কথা বলতে পারবো না।

শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, শ্রমিকরা বিক্ষোভ করছে এমন সংবাদের ভিত্তিতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।