আশুলিয়ায় যৌন হয়রানীর বিচারের দাবিতে আমরন অনশনে পোশাক শ্রমিকরা

আগের সংবাদ

আশুলিয়ায় পোশাক শ্রমিক গৃহবধূকে গণধর্ষণ; আটক ৪

পরের সংবাদ

আশুলিয়ার ইউনিয়নের উন্নয়নে সংলাপ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:১১ অপরাহ্ণ, ২৯/০৪/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস: এলজিএসপি-৩  এর আওতায় গ্রামীণ প্রেক্ষাপটে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” অর্জনে ধামসোনা ইউনিয়নে উন্নয়ন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাত ৮ টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার এলাকায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

মোঃ শফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমীর হোসেন।

এ সময় প্রধাণ অতিথি তার বক্তব্যে বলেন, ‘আগামী নির্বাচনে আমি কারও কাছে ভোট চাইবো না, আমার কাজ দেখে জনগন আমাকে ভোট দিবে। যারা দুর্নীতি করে তারা সাহসের সাথে বুক ফুলিয়ে কথা বলতে পারে না। এলাকার উন্নয়ন কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।’

এসময় ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।