আশুলিয়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে যুবক খুন

পরের সংবাদ

নিরীহ শ্রমিকদের গ্রেফতার করা হবে না- ঢাকা জেলা পুলিশ সুপার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৫০ অপরাহ্ণ, ১৬/০১/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

বেতন বৈষম্যকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চল আশুলিয়া-সাভার এলাকায় পোশাক কারখানা অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় কারখানার মালিকরা দুই থানায় ১৩টি মামলা দায়ের করেছে। মামলায় নিরীহ শ্রমিকদের গ্রেফতার করা হবে না, তাদেরকে কাজে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের অভ্যন্তরে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সম্মানে আয়োজিত এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এসময় পুলিশ সুপার আরো বলেন, আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ স্বল্প সময়ের মধ্যে তাদের দাবিটি পূরণ হওয়ায় শ্রমিকরা কাজে ফিরে এসেছে। এজন্য ঢাকা জেলা পুলিশ ও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সহ স্থানীয় জনপ্রতিনিধরা শ্রমিকদের মাঝে সচেতনতা মূলক কাজ করেছে। এজন্য অল্প সময়ের মধ্যেই তারা আন্দোলন থেকে ফিরে এসেছে। আশুলিয়া ৫-৬টি কারখানা বন্ধ রয়েছে।

এছাড়াও আরো বক্তব্য রাখেন শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান শামিম।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, আশুলিয়া থানা অফিসার ইনচার্জ রিজাউল হক দীপু, ইন্সপেক্টর তদন্ত জাভেদ মাসুদ সহ আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।