আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

আগের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় চিকিৎসাধীন এসআই এর মৃত্যু

পরের সংবাদ

তাজরিন ট্র্যাজেডির ছয় বছর পূর্তি আজ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:২৯ অপরাহ্ণ, ২৪/১১/১৮

হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে অগ্নিকা-ের ঘটনার ছয় বছর পূর্তি উপলক্ষে নিহতদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজনরা ও শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনও অংশ গ্রহন করেন।

শনিবার ভোর থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত তাজরিন ফ্যাশনের সামনে এ শ্রদ্ধা জানানো হয়। পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশেও করেন, সেখানে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

এসময় তারা তাজরিন ফ্যাশনে নিহত ও আহত শ্রমিকদের জন্য আবাসন, চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় ক্ষতিপূরণের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তাজরিনের মালিক দেলোয়ার হোসেনের উপযুক্ত শাস্তির দাবিও করেন তারা।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে শ্রমিক নেতা সরোয়ার হোসেন, শাকিল আহম্মেদ, তুহিন চৌধুরী, ইমন শিকদারসহ প্রায় ১০টি শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনে অগ্নিকা-ে ঘটনায় ১১২ জন শ্রমিক নিহত হন। আহত হন হাজারেরও অধিক শ্রমিক। এদের মধ্যে পঙ্গুত্ব বরণ করেন প্রায় শতাধিক শ্রমিক।