আশুলিয়ায় জমি দখলের অভিযোগে ডা. জাফরুল্লাহ বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

সাভারে অপহৃত কলেজ ছাত্র মিরপুর থেকে উদ্ধার

পরের সংবাদ

সাভারে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:০৮ অপরাহ্ণ, ১৭/১০/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্বহাটি ও বলিয়ারপুর কোটাপাড়া এলাকায় সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর ব্যবস্থাাপক (বিপণন) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘ দিন যাবৎ এই এলাকায় অবৈধ সংযোগ ব্যবহার হয়েৃ আসছে। তাই এই বিশেষ অভিযান। এসময় গ্যাস সংযোগে ব্যবহৃত ২ ইঞ্চি ব্যাসের ১৮ ফুটের শতাধিক পাইপ ও রাইজার জব্দ করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

এ সময় আরো উপস্থিাত ছিলেন সাভার তিতাস গ্যাসের উপ-ব্যবস্থাাপক প্রকৌশলী হাদী আবদুর রহিম, সহ-ব্যবস্থাাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান।