আশুলিয়ায় জাল টাকাসহ আটক ১

আগের সংবাদ

সাভারে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরের সংবাদ

আশুলিয়ায় জমি দখলের অভিযোগে ডা. জাফরুল্লাহ বিরুদ্ধে মামলা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:০৭ অপরাহ্ণ, ১৬/১০/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় এক কোটি টাকা চাঁদা দাবি ও অবৈধভাবে জমি দখলের অভিযোগে গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুাহ চৌধুরীসহ কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সোমবার রাতে জমির মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে চার জনের নামসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার অপর আসামীরা হলেন- গন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দেলোয়ার হোসেন (৫৭), গনস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির (৫৫) এবং আশুলিয়ার টাকশুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলীর মালিকানাধীন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে অবস্থিত ৪.২৪ একর জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছে। ১ কোটি টাকা চাঁদাও দাবী করে। জমির মালিক মোহাম্মদ আলীর অভিযোগের প্রেক্ষিতে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।