সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগের সংবাদ

আশুলিয়ায় গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পরের সংবাদ

সাভারে কষ্টি পাথরসহ আটক ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৪৩ অপরাহ্ণ, ২২/০৯/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারে কষ্টি পাথরসহ দুই যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

শুক্রবার রাতে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার আহম্মেদের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার ধামরাই থানার চরডাউটিয়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ রুবেল (৩৬) এবং অপরজন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পাঁচদানা গ্রামের দানেশ আলী মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৮)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ নজরুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে দেন । এসময় তার সাথে আরো ছিলেন এএসআই মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মোসলেম উদ্দিন ও মোঃ মাসুদ রানা।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের (ওসি) এফ এম সায়েদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘরের খাটের নিচ থেকে প্রায় ৫০ কেজি ওজনের কালো রঙের একটি কষ্টি পাথরের শীবমূর্তি উদ্ধার করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।