আশুলিয়ায় ভিন্ন নামে সক্রিয় এমএলএম প্রতারকরা

আগের সংবাদ

আশুলিয়ায় বেসরকারী হাসপাতালে র‌্যাব অভিযান

পরের সংবাদ

আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪১ অপরাহ্ণ, ৩০/০৮/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

পাবনায় আনন্দ টিভির প্রতিনিধি নারী সাংবাদিক সুবর্না আক্তার নদীর হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে আশুলিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মীরা। এসময় সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।

বৃহস্পতিবার সকাল ১১টায় নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল আশুলিয়া প্রেসক্লাব এর সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সময় টিভি’র ঢাকা জেলা প্রতিনিধি মোজাফফর হোসাইন জয় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা টিভি’র জেলা প্রতিনিধি ও আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খোকা মোহাম্মদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী, আনন্দ টিভি’র সাভার-আশুলিয়া প্রতিনিধি আব্দুস সাত্তারসহ ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মীগণ। বক্তারা বলেন, সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যাকান্ডের মুল কারণ খুঁজে বের করে আসামীদের শাস্তির আওতায় আনার জোড় দাবী করেন প্রশাসনের কাছে।

এসময় সাংবাদিকরা আরও বলেন, বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা করে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। ফলে দুস্কৃতিকারী সুযোগ পেলে সাংবাদিকদের উপর হামলা চালায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনায় নিজ বাড়ির সামনে আনন্দ টিভির প্রতিনিধি সুর্বণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নদীর পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।