ধামরাইয়ে জামাই শ্বশুরের সংঘর্ষে চাচা শ্বশুর খুন

আগের সংবাদ

আশুলিয়ায় ঐতিহ্যবাহী খেলা রশি টানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরের সংবাদ

আশুলিয়ায় কারখানায় ডাকাতি; ৩০ লাখ টাকার মালামাল লুট

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৩৯ অপরাহ্ণ, ২৭/০৮/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় সূতা তৈরির একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকার সূতাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডাকাতের মারধরে ৫ নিরাপত্তাকর্মী আহত হয়।

সোমবার ভোর রাতে আশুলিয়ার কবিরপুরের দেওয়ান পাড়ায় লাব্বায়েক ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটে।

নিরাপত্তা কর্মীরা জানান, ভোর রাতে দেয়াল টপকে ২০ থেকে ২৫ সদস্যের একটি ডাকাত দল কারখানা ঢুকে পড়ে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মী করে নিরাপত্তা কর্মী ১০ জনকে হাত-পা বেঁধে মারধর করে। মাথায় পিস্তল ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে কোথায় টাকা ও মালামাল আছে জানতে চায়। পরে কারখানার অফিসে তালা ভেঙ্গে ল্যাপটপ, মোবাইল ও সূতা লুটপাট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা নিরাপত্তা কর্মীদের হাতে থাকা স্বর্ণের আংটিও লুট করে নেয়।

এ দিকে ব্যবস্থাপনা পরিচালক মো. নিদানুজ্জামান জানান, ডাকাতরা কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকার অধিক মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনা তদন্ত করে ডাকাতদের গ্রেপ্তার দাবীও জানান তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারখানাটি অবস্থা দেখে মনে হচ্ছে ডাকাতরা দেয়াল টপকে ভিতরে ঢুকেছে।

এদিকে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।