সাভারে শিশু অপহরনের ৩ দিন পর মরদেহ উদ্ধার, আটক ২

আগের সংবাদ

সাভার পৌরসভার ২৮ তম বাজেট ঘোষনা

পরের সংবাদ

সাভারে সিআরপি থেকে ১১টি পাজেরো গাড়ী জব্দ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:২৭ অপরাহ্ণ, ০৫/০৭/১৮

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া এক্সপ্রেস:

সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির থেকে শুল্কমুক্ত গাড়ি অবৈধভাবে বিক্রির দায়ে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (ডিএফআইডি)এর ১১টি পাজেরো জব্দ করেছে ঢাকা শুল্ক বিভাগ।

বুধবার বিকেলে সাভারের সিআরপির ভেতরে রাখা অবস্থায় পাজেরোগুলো জব্দ করা হয়। জব্দকৃত গাড়ির আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা। অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন।

শুল্ক বিভাগ জানান, দুই বছর আগে উন্নয়ন সংস্থা ডিএফআইডি গাড়িগুলো রেখে যায় সাভারের সিআরপিতে।গাড়িগুলো নিয়ম না মেনে বিক্রির অভিযোগ পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। কাস্টমস আইন ১৯৬৯ এর ৭ ধারা অনুসারে প্রকল্পের কাজ শেষ হলে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির বিষয়ে এনবিআরকে জানাতে হয়। গাড়ি হাতবদল করলে বিক্রিত মূল্য সরকারি কোষাগারে জমা দিতে হয়।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) শফিক উল ইসলাম জানান, এক্ষেত্রে সিআরপির কোনো দায়বদ্ধতা নেই। কারণ সংস্থাটি শুধু সিআরপিতে গাড়ি রাখার জায়গা দিয়েছে।

উল্লেখ্য যে, গত দুই বছর আগে ডিএফআইডির নামে শুল্কমুক্ত সুবিধায় আনা ১৯টি গাড়ি সিআরপির গ্যারেজে রাখা হয়। এর মধ্যে দুই দফায় ০৮টি গাড়ি সরিয়ে নেওয়া হলেও বাকী গাড়িগুলো শুল্ক ফাঁকি দেবার উদ্দেশ্যে রাখা হয়।