ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে লাশ

আগের সংবাদ

সাভারে সিআরপি থেকে ১১টি পাজেরো গাড়ী জব্দ

পরের সংবাদ

সাভারে শিশু অপহরনের ৩ দিন পর মরদেহ উদ্ধার, আটক ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৬ পূর্বাহ্ণ, ০৫/০৭/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারে হেমায়েতপুর থেকে ৪ বছরের শিশু শ্রী জয়ন্ত অপহরনের ৩ দিনপর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত ১১ টায় সাভার-সিংগাইয়ের সীমানা ব্রিজের নীচে বংশী নদী থেকে ব্যাগে ভরা অবস্থায় শিশু জয়ন্তের মর্মান্তিক মৃতদেহ উদ্ধার করা হয়।

আটকৃতরা হলো-সুভ ও নাছির। তারা সম্পর্কে শালা-দুলা ভাই। তারা হেমায়েতপুরে শ্রী সনুর পাশের কক্ষে ভাড়া থাকতো।

অপহৃত শিশুর বাবা জানান, গত ১ জুলাই সকাল ১১ টার দিকে শিশু জয়ন্ত খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মাইকিং ও অনেক খোঁজাখুজির পর না পেয়ে গত ২ জুলাই থানায় ডায়রি করি। এদিকে অপহরনকারী মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবী করলে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা দেই।

এ বিষয়ে সাভার মডেল থানার (এসআই) আজগার আলী জানান, শিশু জয়ন্ত নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি হয়। প্রযুক্তির পাশাপাশি এলাকায় গোয়ান্দা নজরদারি রাখি। অপহৃত শিশুর প্রতিবেশী সুভ ও নাছির অপহৃত শিশুর বাবাকে নানা ভাবে বুঝানোর চেষ্টা ও বুদ্ধি পরামর্শ দিয়ে আসছিলো। বিষয়টি সন্দেহ হলে, আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরিু করি। এক পর্যায়ে অপহরন ঘটনাটি সামনে আসে।

এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।