সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী আতা বন্দুকযুদ্ধে নিহত

আগের সংবাদ

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট; মালিক-কর্মচারী আহত

পরের সংবাদ

বৃষ্টি হলেই হাটু পানি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৪১ অপরাহ্ণ, ৩১/০৫/১৮

নিজেস্ব প্রতিবেদক:
শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন অঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত। এ সকল এলাকায় একটু বৃষ্টি হলেই রাস্তা ও বাসাবাড়িতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অপরিকল্পিত সড়ক ও বাড়ি নির্মাণ এবং পানি নিষ্কাষণের জন্য কোন প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকাই হচ্ছে পানি প্লাবিতর মূল কারণ।

বৃহষ্পতিবার সকালে আশুলিয়ার ডেন্ডাবর থেকে পলাশবাড়ী যাওয়ার একমাত্র সড়কে এ দৃশ্য দেখা যায়।

এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ এলাকার বাসিন্দারা জানান, এলাকাটি শিল্পঞ্চল কেন্দ্রীক হওয়ায় এখানে প্রায় কয়েক হাজার লোকের বসবাস। এদের মধ্যে বেশির ভাগই পোশাক শ্রমিক। সারাদিন কর্মস্থলে কাজ শেষে বাসায় ফিরতেই নারী-পুরুষ সকলকে এ বিড়ম্বনায় পড়তে হয়। ফলে প্রতিদিন ঘটছে এ রাস্তাটিতে নানা ধরণের দূর্ঘটনা। একটু বৃষ্টি হলেই এলাকায় প্রবেশের একমাত্র সড়কটির ওপর হাটু সমানেরও বেশি পানি জমে যায়।

এলাকার একজন স্কুল শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা নাজেহাল হয়ে পরে, স্কুলের ছাত্রছাত্রী/ শিক্ষক-শিক্ষীকাদের স্কুলে যাওয়ার আসার একেবারে অযোগ্য হয়ে পরে, যার ফলে স্কুলে উনুপস্থিত এর সংখ্যা বারছে। এমনকি স্কুলের ছাত্র/ছাত্রীদের বই পানিতে পরে ভিজে নষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ঘটছে।

কয়েকজন বাড়ির মালিক জানান, বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট। ফলে তাদের একমাত্র বাড়ি ভাড়ায় আয় কমে যাচ্ছে। ভাড়াটিয়ারা এ পরিবেশে থাকতে চায় না। তারা প্রতিনিয়তই বাসা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছে। কারণ বৃষ্টির পানি রাস্তা থেকে গড়িয়ে বাসা-বাড়িতে প্রবেশ করে।

ব্যবসায়ীরা জানান, রাস্তায় পানি থাকায় তাদের বেচা-বিক্রি নেই বললেই চলে। এ অবস্থায় আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছি ।

এছাড়াও একই চিত্র দেখা যায় জামগড়া, জিরাবো, চিত্রশাইল, ইউনিক, বাইপাইল, ভাদাইল ও বুড়ির বাজার এলাকায়।

এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।