বাসে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে সাভারে মানববন্ধন

আগের সংবাদ

সাভারে পালিত হলো আর্ন্তজাতিক শ্রমিক দিবস

পরের সংবাদ

সাভার প্রেস ক্লাব নির্বাচন ; সভাপতি সাকিব সম্পাদক গোবিন্দ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৪৯ অপরাহ্ণ, ২৮/০৪/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০১৯-২০) সভাপতি পদে দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আলীনুর রহমান খান সাজু এ ফলাফল ঘোষনা করেন।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে সাভার প্রেস ক্লাবের ৪৮ জন সদস্যের মধ্যে ৪৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবার সাভার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৩ পদের বিপরীতে ২৪ জন সদস্য মনোনয়নপ্রত্র দাখিল করেন। দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সহ-সভাপতি সৌমিত্র মানব, যুগ্ম-সম্পাদক পার্থ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রওশন, অর্থ-সম্পাদক তৌকির আহমেদ, পাঠাগার সম্পাদক আমান উল্লাহ, দপ্তর ও প্রচার সম্পাদক এসএম সবুজ, সাংস্কৃতিক সম্পাদক এস এ দুলাল, কার্যনির্বাহী সদস্য তিনজন যথাক্রমে জিয়াউর রহমান জিয়া, শাহেদ জুয়েল এবং জাহিদুর রহমান।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলিনুর রহমান খান সাজু এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা ও আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়।