আশুলিয়ায় কার্ভাড ভ্যানের চাপায় কারখানা কর্মকর্তা নিহত

আগের সংবাদ

সাভারে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

সাভারে কলেজ ছাত্র খুনের ঘটনায় মহাসড়ক অবরোধ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৯ অপরাহ্ণ, ২১/০৩/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের হেমায়েতপুরে কলেজ ছাত্র ফয়সাল খুনের ঘটনায় জড়িতদের ফাসির দাবীতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় সড়কটি দিয়ে প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।

বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাড়কের সাভারের হেমায়েতপুরে অবস্থান নিয়ে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স হেমায়েতপুরে পৌছালে বিক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিলে এলাকাবাসী মহাসড়ক থেকে সড়ে যায়।

উল্লেখ্য, অপহরনের পরিকল্পনায় রাজি না হওয়ায় গত ৫ মার্চ সাভারের হেমায়েতপুর থেকে কলেজ ছাত্র মাহমুদুর রহমান ফয়সালকে নিজ বাসা থেকে রাজু ও আকাশ নামের দুই যুবক ডেকে নিয়ে হত্যা করে জোড়পুল এলাকায় একটি মাঠে বালুচাপা দিয়ে রাখে। পরে পুলিশ আটককৃত রাজু ও আকাশের স্বীকারোক্তিতে গতকাল রাতে জোরপুল এলাকা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করে।