রাজধানীর জনসভা ঘিরে আশুলিয়ায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা

আগের সংবাদ

ধামরাইয়ে ট্রাক উল্টে দিনমজুরের মৃত্যু

পরের সংবাদ

স্মৃতিসৌধে শহীদের প্রতি ভিয়েতনামের রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২১ পূর্বাহ্ণ, ০৫/০৩/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

বাংলাদেশে সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি ট্রান ডাই কুয়াং সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় রাষ্ট্রপতির সঙ্গী হয়ে সে দেশের কয়েক মন্ত্রীসহ অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পূর্ব ঘোষনা অনুযায়ী সোমবার সকাল ৮.৪০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ ও সব মিলিয়ে ২০ মিনিট অবস্থান করেন ভিয়েতনাম রাষ্ট্রপতি ট্রান ডাই। এ সময় জাতীয় স্মৃতিসৌধের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভিতরে ওবাইরে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা জোড়দার করে রাখেন। পরে সকাল ৯ টায় ঢাকার উদ্দেশ্যে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

 

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ প্রকৌশলী মিজানুর রহমান জানান, প্রবেশ করে প্রথমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে গ্যস্টোভা নামে একটি গাছের চারা রোপন করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।