আশুলিয়ায় অটিষ্টিক শিক্ষার্থীদের অংশগ্রহনে সোয়াকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আগের সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধাঞ্জলি

পরের সংবাদ

জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৮ বছর পূর্তি ঘিরে নাট্য উৎসব শুরু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫১ পূর্বাহ্ণ, ০৪/০২/১৮
এক্সপ্রেস প্রতিবেদক:
বিহ্বল সময়, তবু গাই জীবনের জয়গান-এই শ্লোগানকে ধারন করে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের ৩৮ বছর পূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী আন্ত বিশ্ববিদ্যালয় নাট্য উৎসবের উদ্ধোধন হয়েছে।
শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উৎসবের উদ্ধোধন করেন জা.বি থিয়েটারের প্রতিষ্ঠাতা কায়জার আহমেদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জা.বি ভিসি ড.ফারজানা ইসলাম, নাট্য ব্যাক্তিত্য শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, সুভাশীস ভৌমিক, নাট্য উৎসবের আহবায়ক নাজমুল হাসানসহ অন্যান্যরা।
উদ্ধোধন শেষে  নাট্য উৎসবের ১ম দিনের প্রযোজনা ”মুখরা রমনী বশীকরন” মঞ্চায়িত হয়। নাটকটি মঞ্চায়িত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাট্য শিল্পীরা।