সাভারে পরিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

আগের সংবাদ

সাভারে আগুনে দগ্ধ হয়ে দুই ভাইয়ের মৃত্যু

পরের সংবাদ

ডিআইইউ-এর প্রতিষ্ঠা বার্ষিকী উ‌দযাপন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:১৮ অপরাহ্ণ, ২৭/০১/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উ‌দযাপিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন দি ডেইলী স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। বিশ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ”আমি থেকে আমরা” হওয়ায় দৃঢ় প্রত্যয় নিয়ে ‘‘I to We” মানব লগো তৈরীর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।
এসময় প্রধান অতিথি মাহফুজ আনাম বলেন, বাংলাদেশ একটি গৌরবের দেশ, সম্ভাবনার দেশ। বাংলাদেশ যখন কোন সাফল্য পায় তখন আমাদের সাফাল্য আসে। সেই সাফল্যকে এগিয়ে নিতে হলে দেশকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশে আত্মমনোযোগী হওয়া জরুরী।
উদ্ধোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশী বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরসহ প্রতিষ্ঠানটির প্রায় ২৫ হাজার শিক্ষার্থী। পরে আলোচনা অনুষ্ঠান, বনভোজন, বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়।