আশুলিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

আগের সংবাদ

সাভারে ব্যবসা নিয়ে বিরোধ; যুবলীগ কর্মী খুন

পরের সংবাদ

সাভারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৪১ অপরাহ্ণ, ২৪/০১/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে পরামর্শ-সচেতনতা বাড়াতে দুগ্ধ খামরী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে এই সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করে। এর আগে মন্ত্রী কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে গরু রাখার জন্য বুল সেড উদ্বোধন ও কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শন করেন ও ডেইরি ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী খামারী ও কৃষদের প্রতি বিভিন্ন সচেতনতা ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি প্রাণিসম্পদকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার প্রতি জোর দেন। এছাড়া দেশের অর্থনীতি গতিশীল রাখতে প্রানিসম্পদকে সঠিকভাবে কাজের লাগোনোর কথা তুলে ধরেন মন্ত্রী।

মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাসসুদুল হাসান খাঁন, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা.আইনুল হক, কৃষিবিদ ইন্সটিটিউশন এর সভাপতি এ এম এম সালেহ, কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের উপ-পরিচালক লুৎফর রহমানসহ আরো অনেকে।

দিন ব্যাপি খামারী সমাবেশে সাভার ও আশুলিয়ার কয়েক শ খামারী অংশ গ্রহন করেন।