আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ; শাস্তির আওতায় বাড়ির মালিকরাও

আগের সংবাদ

আশুলিয়ায় র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক ২; গাড়ি জব্দ

পরের সংবাদ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬; দেশীয় অস্ত্র উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:০৪ অপরাহ্ণ, ০৪/০১/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়াতেপুর থেকে ডাকাতির প্রস্তুতি কালে ৬ ডাকাত সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে চাপাতি, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- সাভারের ভার্কুতা গ্রামে মৃত প্রাণ গোপাল রাজবংশীর ছেলে আশিস রাজবংশী ও তার ভাই শ্রী কৃষ্ন রাজবংশী। আশুলিয়ার নরসিংপুরের মো. ইউনুসের ছেলে খোকন। কুমিল্লা জেলার মো. আজিজজুল হোসেনের ছেলে মইনুউদ্দিন ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মোকসেদ মোল্লার ছেলে নজরুল ইসলাম।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, আটক চক্রটি রাজধানীর ফার্মগেট থেকে শুরু করে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর পযন্ত তারা ডাকাতি করে আসছিলো।  তারা নিরহীহ মানুষ প্রাইভেটকারে উঠিয়ে সব লুটে নিতো। এমনকি চলন্ত অবস্থায় সাধারন মানুষের ব্যাগ ছিনিয়ে নিতো।বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মালামাল লুট করতো।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।