আশুলিয়ায় এক নারীকে ঘিরে ৭ নারী; পলকেই সোনার চেইন গায়েব

আগের সংবাদ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ; শাস্তির আওতায় বাড়ির মালিকরাও

পরের সংবাদ

সাভারে ট্যানারীতে শ্রমিক সংগঠনের ভবন ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩৭ অপরাহ্ণ, ০২/০১/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার চামড়া শিল্প নগরীর ভিতরে “লেদার ক্যামিকেল ঠেলাগাড়ি লেবার বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের” নবনির্মিত কাযালয় বিসিক কর্তৃপক্ষ ভেঙ্গে দিয়েছে এমন অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা। অতি দ্রুত কারযালয়টি পুনঃনির্মাণ করে দেয়া না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী দেন তারা।

মঙ্গলবার দুপুর থেকে সংগঠনটির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী সাভার চামড়া শিল্প নগরীর ভিতরে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ থেকে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করেন, সমবায় অধিদপ্তর থেকে ২০০৯ সালে তারা তাদের সমিতির নিবন্ধন পান।  নিবন্ধন পাবার পর থেকে তারা হাজারী বাগের ট্যানারী মোড় এলাকায় একটি কারযালয় নিয়ে তাদের কারযক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তারা সাভার চামড়া শিল্প নগরীর ভিতরে বিসিকে’র একটি খালি জায়গায় তাদের সমিতির একটি কারযালয় স্থাপন করেন। কিন্তু গতকাল বিসিক কর্তৃপক্ষ তাদের সেই অফিসটি ভেঙ্গে দেয়। তাই তারা তাদের অফিস পুণঃনির্মাণ করে দেবার দাবিতে এই বিক্ষোভ শুরু করেছেন। অবিলম্বে বিসিক কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলা হবে বলেও হুশিয়ারী দেন তারা।

এদিকে, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার চামড়া শিল্প নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।