আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রেশিয়ানের মৃত্যু

আগের সংবাদ

সাভারে তরুণীকে ধর্ষণের চেষ্টা; আটক ২

পরের সংবাদ

সাভারে খুন হওয়া অজ্ঞাত নারী পরিচয় সনাক্ত; কথিত স্বামী গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৩৮ পূর্বাহ্ণ, ১২/০৯/১৭

প্রতিবেদক: ফিরোজ আহম্মেদ চাঁদ

সাভারের হেমায়েতপুরে হরিণধরায় খুন হওয়া অজ্ঞাত নারী পরিচয় সনাক্ত হয়েছে। এ ঘটনা তার স্বামী রানা মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৪ ।

সোমবার রাতে সাভার মডেল থানায় রানা মিয়াকে হস্তান্তর করে র‌্যাব। নিহতের নাম মরিয়ম বেগম। তবে এখনো আর কোন বিস্তারিত পরিচয় যানা যায়নি। গ্রেপ্তার রানা মিয়া ভোলা জেলার সদর থানার মধ্যবাড্ডা গ্রামের আবদুল বারেকের ছেলে।

র‌্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের অধিনায়ক আবদুল হাকিম জানান, গত ১৫ জুলাই সাভারের হরিণধরার এলাকার একটি বাড়ির কক্ষ থেকে অজ্ঞাত নারী মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে। পরে র‌্যাবের একটি দল তদন্ত করে হত্যাকারী সন্দেহে রানা মিয়াকে সাভারের তেতুলজোড়া থেকে গ্রেপ্তার করে। রানা প্রাথমিকভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে। সে ও নিহত নারী গত জানুয়ারী মাসে বিয়ে করে হরিণধরায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিলো। পারিবারিক কলহ ও রানা প্রথম বউ জেনে ফেলার ভয়ে এই হত্যাকান্ড ঘটনায়। নিহত নাম ছাড়া এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।