আশুলিয়ায় দুই ভূয়া ডিবি পুলিশ আটক

আগের সংবাদ

আশুলিয়ায় অনুষ্ঠানে গান গাইতে গিয়ে বাউল শিল্পী গণধর্ষনের শিকার

পরের সংবাদ

সাভারে প্রতারনার অভিযোগে পাঁচ নাইজেরিয়ান আটক; পিবিআই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৫৪ অপরাহ্ণ, ০৮/০৮/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভারে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ।

মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এর ওয়াহিদ মিয়ার তিন তলা বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে তাদেরকে আটক করা হয়।
পিবিআই জানায়, সুগন্ধা হাউজিং এর তিন তলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ১ বছর ধরে বসবাস করছেন পাঁচ নাইজেরিয়ান নাগরিক। ওই বাড়ি থেকে ডিজিটাল মাধ্যমে নাইজেরিয়ান নাগরিক ফেড (৬৫) ও মুসা (৪০) বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে টাকা আয়ের কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ-এর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তাদের ঐ ফ্ল্যাটে তল্লাশী চালিয়ে পাঁচ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ১১টি মোবাইল, ২০টি সিম কার্ড, ৫টি পেনড্রাইভ, নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা ও ১’শ ইউএস ডলার উদ্ধার করা হয়।
এঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।