আশুলিয়ায় গোলাগুলির ঘটনায় মামলা, চারজন গ্রেফতার

আগের সংবাদ

আশুলিয়ায় দুই ভূয়া ডিবি পুলিশ আটক

পরের সংবাদ

সাভার গণ বিশ্ববিদ্যালয়ে বেসরকারি পর্যায়ে ভেটেরিনারি শিক্ষার প্রসার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:১৩ অপরাহ্ণ, ০৫/০৮/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের আয়োজনে বেসরকারি পর্যায়ে ভেটেরিনারি শিক্ষার প্রসার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর সভাকক্ষে এ কর্মশালা উদ্বোধন করেন প্রণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো: আইনুল হক।

উক্ত কর্মশালায় সাভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। কর্মশালায় বেসরকারি পর্যায়ে ভেটেরিনারি শিক্ষার প্রসার-এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন ড. মো. মোস্তাফিজার রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো. মঞ্জুর কাদির, এফএও, ইসিটিএডি এর বাংলাদেশ টিম লিডার ড. এরিকব্যাম এফএও-এর ওয়ান হেলথ কো-অর্ডিনেটর অধ্যাপক নিতীশ চন্দ্র দেবণাথ। এসময় আরও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা।

পরে একাডেমিক ভবনে সেমিনার কক্ষে এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, সাভার গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান যেখানে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স কোর্স পড়ানো হয়।