সাভারে দুই তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী লিটনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আগের সংবাদ

মামলা প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আমরন অনশন

পরের সংবাদ

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির জন্য প্রস্তত জাতীয় স্মৃতিসৌধ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৪১ অপরাহ্ণ, ১৩/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

বাংলাদেশে সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা আজ বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় বাড়তি প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসময় রাষ্ট্রপতির সঙ্গী হয়ে সে দেশের কয়েক মন্ত্রীসহ অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত থাকার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩.৪০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ ও সব মিলিয়ে ২০ মিনিট অবস্থান করার কথা রয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনার। এ উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভিতরে ও বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা জোড়দার করা হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে মহাসড়কের পাশে দুই দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

স্মৃতিসৌধ কর্তৃপক্ষ জানান, প্রবেশ করে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে নাগেশ্বরচাপা নামে একটি ফুলের চারা রোপন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন।