আশুলিয়ার বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে পরিবেশকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগের সংবাদ

সাভারে পুলিশের অভিযানে গোলাগুলিতে নিহত এক; আটক ২

পরের সংবাদ

সাভারে বজ্রপাতে নিহত ৩; নারীসহ আহত দুই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৪৪ অপরাহ্ণ, ০৮/০৬/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে বিভিন্ন স্থানে বজ্রপাতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। গুরুতর হয়ে চিকিৎসাধীন রয়েছেন নারীসহ দুইজন।

বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের ঝষিপাড়া, গেন্ডা ও আশুলিযায় কাঠগড়ায় এলাকায় এঘটনা ঘটে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, সাভারের হেমায়েতপুরের ইসমাইল মিয়ার দোতলা বাড়ির ছাদে বৃষ্টিতে গোসল করছিলেন তিন যুবক। এসময় বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নাহিদ, শাহপরান ও আমির নামে তিন যুবক অজ্ঞান হয়ে পড়ে। এসময় তাদেরকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ও শাহপরানকে মৃত ঘোষনা করেন। তাদের সাথে থাকা আমির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শাহাপরান নাহিদ সম্পর্কে মামা ভাগ্নে। নিহত শাহাপরান রংপুরের পীরগঞ্জ থানার আলম হোসের ছেলে। নিহত নাহিদ একই এলাকার ইয়াকুব আলীর ছেলে। গ্রামের বাড়িতে তারা মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন। তারা দুইজনেই সাভারের হেমায়েতপুরে পোশাক কারখানার শ্রমিক বাবা মার কাছে বেড়াতে এসেছিলো।

অপরদিকে একই সময় সাভারের গেন্ডা এলাকায় আসাদুল নামের অপর একজনকে বজ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাকেও মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আশুলিয়ায় কাঠগড়ায় মাকসুদা আক্তার নামে এক নারী বজ্রপাতে আহতে হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।