সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা; স্বামী আটক

আগের সংবাদ

আশুলিয়ায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

সাভারের তিনটি হাসপাতাল সিলগালা ও মামলা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৫২ পূর্বাহ্ণ, ০৭/০৬/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের অনুমোদন হীন ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করেছে ঢাকা জেলা সিভিল সার্জন। এসময় অবৈধ পেথোডিন ব্যবহারের দায়ে একটি হাসপতালের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়।

গতকাল দুপুরে সাভারের আনন্দপুর  এলাকায় ঢাকা জেলা সিভিল সার্জন এহসানুল কবিরের নেতৃত্বে সাভার আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার, সোনালী হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার ও মুক্তি হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে। এসময় সিভিল সার্জন জানান, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। তার প্রেক্ষিতে সরেজমিনে অভিযান পরিচালনা করা হয়েছে। এক্ষেত্রে আমরা সেসব তথ্যের প্রমান পেয়েছি। সাভার আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টারে কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। তাছাড়া তাদের কোন ধরনের সরকারি অনুমোদন নেই। তুবু নিরীহ মানুষদের ঝুকি পূর্ণ ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আবার সোনালী হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার সরকারি অনুমোদন রয়েছে কিন্তু চিকিৎসা সেবার মান অনেক খারাপ। পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতিগুলো নিম্ন মানের ও ত্রুটি থাকায় ফলাফল ভুল দেখা গেছে। তাই এই দুই হাসপাতালকে সিলগালা করা হয়েছে। এছাড়া সাভার মুক্তির মোড় এলাকায় মুক্তি হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারে অভিযানের সময় হাসপাতালে অবৈধ ভাবে পেথোলিন ব্যবহার পাওয়া গেছে। কোন হাসপাতালের অবৈধ ভাবে পেথোলিন ব্যবহারের সুযোগ নেই। তাই এই হাসপাতালটির মালিকের বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। যেসকল হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ভাবে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।