আশুলিয়ায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ার বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে পরিবেশকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরের সংবাদ

আশুলিয়ায় ট্রাফিক পুলিশ সদস্যসহ আটক ২; অস্ত্র ও মাদক উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩৩ অপরাহ্ণ, ০৭/০৬/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার কলতাসূতী এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ট্রাফিক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে চার টার দিকে আশুলিয়ার কলতাসূতী মুজিবরের বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মিঠু রংপুর জেলার পীরগঞ্জ থানার সিরার পাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। সে কলতাসূতী এলাকায় দীর্ঘদিন ধরে বসাবাস করে মাদকব্যবসা করতো। ট্রাফিক পুলিশ সদস্যের নাম রোকন। সে জামালপুরে মেলান্দ থানার  ফুলসিনা গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ঢাকা জেলার সাভার জোনে ট্রাফিক পুলিশের সদস্য হিসেবে গত মাসের ১১ তারিখে যোগদান করে।

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠু ও ট্রাফিক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। আরও যাচাই বাছাই করা হচ্ছে। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার উপ পরিদর্শক কামাল, সহকারি উপ পরিদর্শক জহুরুল ইসলামের নেতৃত্বে মিঠুর বাসায় অভিযান চালানো হয়। পরে ট্রাফিক পুলিশ সদস্য ও মিঠুকে একশত পিচ ইয়াবাসহতাকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে একটি দেশীয় আগ্নেয়াস্থ উদ্ধার করা হয়। তিনি আরও জানান , একজন পুলিশ সদস্য হয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি সত্যিই দুঃজনক।  তবে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া।