সাভারে রানা প্লাজা ও তাজরীনের আহত শ্রমিকদের চিকিৎসাসেবা

আগের সংবাদ

সাভারে দেবরের হাতে ভাবী খুন

পরের সংবাদ

নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:২৫ অপরাহ্ণ, ১৪/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এই স্লোগানকে সামনে রাজধানীর বনানীতে ধর্ষণসহ সাম্প্রতিক খুন-ধর্ষণের প্রতিবাদে এবং অবিলম্বে সব খুনি-ধর্ষণকারীকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন।

রোববার দুপুরে বিক্ষোভ মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে টারজান পয়েন্ট, মুরাদ চত্ত্বর, পরিবহন চত্ত্বর হয়ে মুন্নী চত্ত্বরে এসে শেষ হয়। পরে মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা খুন-ধর্ষণের ঘটনায় অপারাধীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবী তুলেন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ধরনের অপরাধমুলক কর্মকান্ড়ের প্রতিবাদে সবসময় কঠোর অবস্থানে থাকবে বলে ঘোষনা দেন।