আশুলিয়ায় পরিবহন শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ার নারীদের জন্য হিজড়াদের বিউটি পার্লার উদ্বোধন

পরের সংবাদ

সাভারে টেটাবিদ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৫৩ অপরাহ্ণ, ০৫/০৫/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টেটাবিদ্ধ হয়ে তফিজ উদ্দিন তপু নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শুক্রবার বিকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাইড়া গ্রামের তফিজ উদ্দিন তপুর এক আত্মীয় একই গ্রামের কদম আলী নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘ দিন আগে সুদে টাকা নেয়। সঠিক সময়ে ওই ব্যক্তি টাকা ফেরত দিতে না পারায় কদম আলী টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে।

আজ বিকালে তফিজ উদ্দিন কদম আলীর কাছে টাকা পরিশোধের সময় বাড়িয়ে নিতে চায়। কিন্তু কদম আলী সময় বাড়াবে না বলে জানিয়ে দেয়। এ সময় তারা দুজনেই তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে কদম আলীর ছুড়ে মারা টেটাবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই তফিজ উদ্দিন মারা যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে, ঘটনার পর থেকে কদম আলী পলাতক রয়েছে। এছাড়া এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।