সাভারে বিদেশী পিস্তলসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় নারীকে হত্যা; জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় গার্মেন্টেসের দেয়ালে ফাঁটল আতঙ্ক; নামতে গিয়ে আহত ১০ শ্রমিক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫০ পূর্বাহ্ণ, ১৭/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় পোশাক কারখানার ভবনের দেয়াল ফাঁটলের আতংকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ শ্রমিক আহত হয়েছে।এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানা সাধারণ ছুটি ঘোষনা করেছে কারখানা কতৃপক্ষ।

সোমবার সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার স্কাই লাইন গ্রুপের সোয়েটার সেকশনে ৯তলা নির্মনাধীন ভবনে এ ঘটনা ঘটে। এসময় কারখানায় ফাটলের ছবি তুলতে সাংবাদিকদের বাধাঁ দেয় কারখানা কতৃপক্ষ।

শ্রমিকরা জানান, সকালে  কারখানায় প্রবেশের পর থেকে ৯তলা নির্মানাধীন ভবনের ৬তলার বিভিন্ন স্থানে ফাটল দেখতে পায় কর্মরত শ্রমিকরা। পরে কারখানা কতৃপক্ষকে জানানোর পরও তারা কাজ করতে বাধ্য করে। পরবর্তীতে ভবনের আরও কয়েকটি স্থানে ফাটল দেখা দিলে শ্রমিকরা আতংকে কারখানা থেকে বের হয়ে যায়।এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ শ্রমিক আহত হয়। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার সিকিউরিটি ইনচার্জ জানান, কারখানার ভিতরে ৯ তলা ভবন নির্মান করা হচ্ছে। এখানে কাজ চলছে তাই উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে সাংবাদিকদের ভিতরে প্রবেশে নিষেধ রয়েছে।

ঢাকা শিল্পাঞ্চল পুলিশ- ১এর পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার ভিতরে তেমন কোন ঘটনা ঘটেনি। শুধু মাত্র আতংকে শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হয়ে যায়। পরে কারখানা কতৃপক্ষ আজকে সাধারন ছুটি ঘোষনা করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে ইতিমধ্যে র‌্যাব পুলিশ ও প্রশাসনের উধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরির্দশন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তারা।