সাইকেল চালানোর উপকারিতা ও অপকারিতা

আগের সংবাদ

আশুলিয়ায় মাই টিভির বর্ষপূর্তি পালন

পরের সংবাদ

এখন কোন দলে কর্মী নেই সবাই নেতা; ওবায়দুল কাদের

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৩৬ অপরাহ্ণ, ১৩/০৪/১৭

 

এক্সপ্রেস প্রতিবেদক:

এখন কোন দলে কর্মী নেই সবাই নেতা, এগুলো আমাদের রাজনীতির পরগাছা, এ পরগাছা তারাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৩৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

এসময় মন্ত্রী আওয়ামী লীগকে একটি বিশাল সংগঠন উল্লেখ করে আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক রয়েছে। তারপরও প্রচার লীগ নামে একটি সংগঠন দাড় করিয়ে ফেলা হযেছে। এসব সংগঠন নিয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে, তখন কিছু কিছু ভূই-ফুড় সংগঠন গড়ে উঠে। মূলত তাদের উদ্দ্যেশই থাকে চাদা তুলা। আর চাদা তুলার জন্যই একেকটি রাজনৈতিক নাম ব্যবহার করে তারা।

৩৬টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সন্ধানী স্বেচ্ছাসেবী সংগঠনের ৩৬তম বার্ষিক সম্মেলনে সংগঠনটির কয়েকশত সদস্য ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টারসহ বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন।