সাভারে মহাসড়কে বাস থামিয়ে তিনজনকে গুলি করে টাকা ছিনতাই

আগের সংবাদ

আশুলিয়ায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু

পরের সংবাদ

আশুলিয়ায় ইভটিজিংয়ের দায়ে দুই বখাটেকে কারাদন্ড; ভ্রাম্যমান আদালত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:১২ অপরাহ্ণ, ১১/০২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকায়  দশম শ্রেনীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে এক বছর করে কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।

শনিবার দুপুরে আশুলিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিকাশ বিশ্বাস এই কারাদন্ড প্রদান করেন।

আটককৃতরা হলো- গোহাইলবাড়ি এলাকার গোয়ীন্দা মন্ডলের ছেলে রঞ্জিত মন্ডল (২০) ও রাঙ্গামাটি এলাকার জয়নাল সিকদারের ছেলে সম্রাট বাবু(২০)।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দশম শ্রেনীতে পুড়য়া মেয়েটিকে দুই বখাটে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এব্যাপারে দুই বখাটের নাম উল্লেখ করে বিষয়টি লিখিত ভাবে থানায় অবহতি করে। পরে পুলিশ তাদেরকে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কাছে নিয়ে গেলে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়।