জাবিতে পাখি মেলার উদ্বোধন

আগের সংবাদ

আশুলিয়ায় দরিদ্র শীতার্তদের মাঝে ডিজেএ’র শীতবস্ত্র বিতরণ

পরের সংবাদ

আশুলিয়ায় একই স্থানে আলাদা সড়ক দূর্ঘটনায় নিহত এক, আহত ১৫

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:২৮ অপরাহ্ণ, ০৬/০১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

 আশুলিয়ায় একই স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে একজন নিহত, আহত ১৫জন।

শুক্রবার সকাল সাড়ে দশটা ও এগারটায়  নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বা্ড়ইপাড়া জুম্মাঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দিনাজপুর থেকে ঢাকাগামী রাকিব এন্টারপ্রাইজ নামের একটি বাস জুম্মাঘর এলাকায় এসে পৌছালে পিছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর আগে একই স্থানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলের ঐ ব্যক্তির মৃত্যু হয়।

গাজীপুর শালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)  হোসেন সরকার জানান, সকালে বাস চাপায় এক অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, জুম্মাঘর একই স্থানে ট্রাকের ধাক্কায় একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।