আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিরসনে সমাবেশ অনুষ্ঠিত

আগের সংবাদ

শ্রমিক অসন্তোষের ঘটনায় আরও দুটি মামলা; মোট মামলা ৬টি

পরের সংবাদ

আশুলিয়ায় ফাউন্টেনে অসন্তোষের জের ধরে শতাধিক শ্রমিক ছাটাঁই

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:২২ অপরাহ্ণ, ২২/১২/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জের ধরে আরও একশত শ্রমিক ছাটাঁই করেছে ফাউন্টেন গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা কতৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল থানাসংলগ্ন এলাকায় অবস্থিত ফাউন্টেন গার্মেন্টসের প্রধান ফটকে ছবি সংযুক্ত করে ছাটাঁইকৃত তালিকা প্রকাশ করে।

ফাউন্টেন গার্মেন্টেসের প্রোডাকশন ইনচার্জ সমুন হাসান  জানান, কারখানার সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ভাবে প্রায় একশত শ্রমিককে ছাটাঁইয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে এ তালিকায় সংখ্যা বাড়তে পারে।

গত কয়েক দিন ধরে চলমান আন্দোলনে অবৈধ ভাবে প্রবেশ, ভাঙচুর, চুরির অভিযোগ তুলে ১৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশতাধিক শ্রমিকের নামে মামলা দায়ের করে।

এদিকে ঢাকার সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় শ্রমিক নেত্রী মোর্শেদা মিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে জেলার বিশেষ শাখার পুলিশ।