সাভারে জমি নিয়ে দুই আবাসন প্রতিষ্ঠানের সংঘর্ষ; গুলিবিদ্ধ ৫

আগের সংবাদ

মায়ানমারে মুসলানদের হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

পরের সংবাদ

সাহসী খাদিজা এখন সাভারে সিআরপিতে

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৩৮ অপরাহ্ণ, ২৮/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

দীর্ঘ দিন রাজধানী স্কায়ার হাসপাতালে চিকিৎসার পর সোমবার সকালে খাদিজা আক্তার নার্গিসকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) আনা হয়েছে। সকাল ১১: ২০ মিনিটে সাভার উপজেলা স্বাস্থ্য কম্পেক্সর এ্যাম্বুলেন্সে করে তাকে এখানে আনা হয়। এসময় চিকিৎসকের পাশাপাশি খাদিজার বাবা মাসুক মিয়াও ছিলেন।

savar-kidaja-pic-1

খাদিজাকে প্রথমে সিআরপির মেডিকেল উহং এর প্রধান ডা. সাইদ উদ্দিন হেলাল প্রাথমিকভাবে শারীরিক অবস্থা দেখেন। তিনি জানান, প্রথমিকভাবে দেখা যাচ্ছে খাদিজার বাম পা ও হাত অবশ। তাকে দ্রুত সুস্থ্যতার মাধ্যমে স্বাভাবিক কাজকর্মে ফিরে লক্ষ্যে কাজ করা হবে। শারীরিক অবস্থা বিবেচনা করে পরবর্তীতে খাদিজার চিকিৎসাসেবা বিষয়ে আরও সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। এসময় খাদিজা সকলে কাছে দোয়া কামনা করেন।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়।