সাহসী খাদিজা এখন সাভারে সিআরপিতে

আগের সংবাদ

আশুলিয়ায় কালার ম্যাক্সে অগ্নিকান্ডের ঘটনায় শ্রম আদালতে দুইটি মামলা

পরের সংবাদ

মায়ানমারে মুসলানদের হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:৪০ অপরাহ্ণ, ২৮/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:
মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন আশুলিয়ার আলেম সমাজসহ সর্বস্তরের জনতা।

সোমবার ১১ টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে জিরাবো বাসষ্ট্যান্ডে ইয়ারপুর ইউনিয়ন আলেম সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এ সময় মুসলমান হত্যা বন্ধসহ মায়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সুচি ও সেনা প্রধানকে তাদের পদ থেকে বহিস্কার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়ার দাবী জানান। অন্যথায়, পৃথিবীর মানচিত্র থেকে মায়ানমারের চিহ্ন মুছে ফেলার হুশিয়ারী দেন ।
বক্তারা বলেন, মিয়ানমারের সরকার দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান চালিয়ে রাখাইন প্রদেশে নিরীহ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করছে সেনাবাহিনী। নির্মম এ আচরণের মাধ্যমে তারা বাধ্য করছে বাংলাদেশে জীবন নিয়ে পালিয়ে যেতে। নির্বিচারে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, নারীদের ধর্ষণ, এমনকি আগুনে পুড়িয়ে মারছে মুসলমানদের। আর কত এ হত্যাযজ্ঞ। ইসলামের শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনের আহবান জানান ধর্মপ্রাণ মুসলামানদেরকে।
মুফতি মোঃ মুসলিম উদ্দিন, মোঃ ওমর ফারুক ও মোঃ জাহিদুল ইসলামসহ কয়েক শতাধিক জনতা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।