জাবিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১০৯ জন

আগের সংবাদ

সাভারে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

পরের সংবাদ

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজন আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৫৬ অপরাহ্ণ, ২১/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করে পুলিশে সোর্পাদ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সোমবার সকালে তাদেরকে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে আটক চারজনসহ অজ্ঞাত আরও ৫জনকে আসামী করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। আটক কৃতরা হলেন-শাহানেওয়াজ, সোহেব আলম চৌধুরী, জামাল হোসেন ও মনিরুল ইসলাম।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এস আই আহাদ আলী জানায়, আটক চারজনের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।তারা প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা চালাকালীন সময়ে প্রযুক্তির মাধ্যমে উত্তরপত্র প্রদানের বিনিময়ে বিভিন্ন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।