সাভারে সরকারি অফিসে সাংবাদিক লাঞ্ছিত

আগের সংবাদ

সাভারে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী

পরের সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকান্ড

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৪:৩০ পূর্বাহ্ণ, ১৮/১১/১৬
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার ম্যাটলার এ্যাপায়ারেলস লিমমিটেড  নামের একটি পোশাক কারখানায় আটতলা ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

শুক্রবার দিনগত রাত প্রায় ১টায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আশুলিয়ায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হামিদু জানান,  ম্যাডলার কারখানার আটতলা ভবনের নিচ তলার স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।  ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আশুলিয়ার ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় । এসময় পরিস্থিতি অবনতি হলে গাজীপুরের টঙ্গীর ২টি, সাভারের ১টিসহ মোট ৭টি ইউনিট কাজ শুরু করে। প্রায় ৪ ঘন্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি অগ্নিকান্ডের কারনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কারখানার কর্তপক্ষ জানান, কারখানা সন্ধ্যা ৭টায় ছুটি হয়ে যায়। তবে শিফটমেন্টের মালামাল নেয়ার কাজ করছিল লেবাররা। অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমান এখনো ধারনা কর যাচ্ছে না।