আশুলিয়ার ইভটিজিং এর দায়ে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড

আগের সংবাদ

আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকান্ড

পরের সংবাদ

সাভারে সরকারি অফিসে সাংবাদিক লাঞ্ছিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৪২ অপরাহ্ণ, ১৭/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক এবং দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টারকে লাঞ্ছিত করেছে সেলেটমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মদদ দাতা দালালরা। এ ঘটনায় সাংবাদিক ইমদাদুল হক সাভার মডেল থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার থানা রোডের সেটেলমেন্ট অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় সাভার সিটি সেন্টারের সামনে মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করেছে সাভার প্রেসক্লাব।
ইমদাদুল হক জানান, পেশাগত দায়িত্ব পালনের জন্য তথ্য সংগ্রহে সেটেলমেন্ট অফিসে গেলে সেটেলমেন্ট অফিসের সহকারী কর্মকর্তা (ভিসি) জাহাঙ্গীর আলমের মদদতে কয়েকজন আমার উপর অর্তকিতে হামলা চালায়। এসময় ওই অফিসের রবিউল, সাইদুল, দালাল ইউসুফ, রানা ও মোস্তফাও আমাকে মারধর করেছে। তারা ছিনিয়ে নিয়েছে পকেট থেকে নগদ টাকা, ল্যাপটপ, মুঠফোন, ক্যামেরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।