আশুলিয়ায় নারী পুলিশের মৃতদেহ উদ্ধার; সুইসাইট নোটে আরেক পুলিশ দায়ী

আগের সংবাদ

আশুলিয়ায় নারী পুলিশ মৃত্যু ঘটনায় সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

পরের সংবাদ

সাভারে ভেজাল ওষুধ কারখানায় অভিযান; ডিবি পুলিশ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:০৫ অপরাহ্ণ, ০৯/১১/১৬

 

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অনুমোদবিহীন ও নকল ওষুধের বিভিন্ন ক্ষতিকারক কাঁচামাল ও তৈরি পণ্য পুড়িয়ে দিয়েছে। এসময় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাও করা হয়।

বুধবার বিকালে সাভারের বলিয়াপুরের নগর কুন্ডা এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট ইমরুল হাসানের নেত্ত্বতে কে.ইউ ফার্মা (ইউনানী) নামে প্রতিষ্ঠান অভিযান চালায় ঢাকা জেলা(উত্তর) ডিবি পুলিশ।

অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। তবে প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি।এছাড়া ক্ষতিকারক বিভিন্ন তৈরি পণ্য ও কাঁচামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়া ও বিভিন্ন প্রতিষ্ঠানের নকল ওষুধ তৈরি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। তার সত্যতার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিট্রেট।