আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার; স্বামী পালাতক

আগের সংবাদ

সাভারে মাদক ব্যবসায়ী ও জুয়ারীকে আর্থিক জরিমানা; ভ্রাম্যমাণ আদালত

পরের সংবাদ

আশুলিয়ায় ছাঁটাইকৃত মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের মানব বন্ধন পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:২৩ অপরাহ্ণ, ০৭/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় ছাঁটাইকৃত মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা তাদের চাকুরী নিয়মিত ও পূর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে আশুলিয়ায় অবস্থিত ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সামনে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভুক্তভোগীরা বলেন, মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের ৯ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি ৩ বছর পর পূনবহালের জন্য নবায়ণ করতে হয়। ৩ বছর হতে না হতেই বিনাকারণে ১২০ জন মিটার রিডার ও ম্যাসেঞ্জার ছাঁটাই করেছে। চাকুরী হারিয়ে তারা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাবন করছেন। অতি দ্রুত ছাঁটাইকৃতদেরকে চাকুরীতে পূর্নবহাল না করা হলে কঠোর আন্দোলণের হুশিয়ারী দেন অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এএইচ এম নজমুল ইসলাম জানান, মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।