সাভার হেমায়েতপুর থেকে গাবতলী পযন্ত দীর্ঘ যানযট

আগের সংবাদ

আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত; ট্রাকসহ চালক আটক

পরের সংবাদ

আশুলিয়ায় মোবাইল বিস্ফোরনে দ্বগ্ধ জাফরের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৩৫ অপরাহ্ণ, ২৭/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মোবাইল ফোন বিস্ফোরনে দ্বগ্ধ জাফর মিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার ভোরে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। সে পাঁচ দিন আগে গত শনিবার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়া বাসায় মোবাইল ফোনের বিস্ফোরনে দ্বগ্ধ হয়।

জাফর মিয়ার গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রুইয়ের নাগ গ্রামে। সে স্থানীয় একটি কারখানার সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল।
নিহত জাফরের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে ।  গত শনিবার (২২অক্টোবর) সকালের দিকে কোন এক সময় জাফর মিয়া মোবাইল ফোনে চার্জারে সংযোগ দিয়ে কথা বলছিলেন। এসময় মোবাইল ফোনটির বিস্ফোরনে জাফর ও ঘরে থাকা তার দুলালী বেগম দ্বগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে গণ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দ্বগ্ধ জাফর মিয়ার শরীরে ৭২শতাংশ ও তার স্ত্রী দুলালি বেগম ২৫শতাংশ জলসে পুড়ে যায়।