আশুলিয়ায় পূজা উপলক্ষ্যে আইনশৃঙ্গলা বিষয়ে মতবিনিময় সভা

আগের সংবাদ

সাভারের নিখোঁজ যুবলীগকর্মীর মরদেহ নদীতে উদ্ধার

পরের সংবাদ

সাভারে উড়াল সড়কের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩১ অপরাহ্ণ, ০৫/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভার বাস স্ট্যান্ডে উড়াল সেতুর দাবীতে মানব বন্ধন পালন করেছে বিভিন্ন ব্যবসায়ীরা ও ব্যবসায়ী সংগঠন।

বুধবার বিকালে সাভার বাস ষ্ট্যান এলাকার সিটি সেন্টারের সামনে এই মানব বন্ধন পালন করা হয়।

মানব বন্ধনে অংশ গ্রহনকারী জানান, সাভারের গেন্ডা বাস ষ্ট্যান থেকে রেডিও কলনী র্পযন্ত প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জান জটের সৃষ্টি হয় , এই সড়ক দিয়ে চলাচল কারি মানুষদের কষ্টের কথা চিন্তা করে তারা সরকারের কাছে  গেন্ডা বাস ষ্ট্যান থেকে রেডিও কলোনি র্পযন্ত উড়াল সড়ক র্নিমারে দাবি যানাচ্ছে।

উক্ত মানববন্ধন  কর্মসুচিতে  একত্বতা  ঘোষনা করেন পৌর মেয়র  আব্দুল গনি । ব্যবসায়ী  সমিতির  সভাপতি ওবায়েদুর রহমান  অভির নেতৃত্বে স্থানীয় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, রাজনীতিক ব্যাক্তিবর্গ , সাভার প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, হকার্স লীগ নেতাকর্মী ও সর্বস্তরের জনগন  মানববন্ধনে অংশগ্রহন করেন।