প্রধানমন্ত্রী শেখ হাসানিকে ফেসবুকে হত্যার হুমকি; সাভার থানায় মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় ৪ দফা দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন

পরের সংবাদ

শিক্ষাকে পুঁজি করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না; আশুলিয়ায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:২৪ অপরাহ্ণ, ০২/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

অনেকের সহজ কর্মসংস্থান ও ব্যবসার টাগের্ট এখন বেসরকারী স্কুল, তবে মানসম্মত শিক্ষা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

রোববার দুপুরে আশুলিয়ার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন  মন্ত্রী।

মন্ত্রী এসময় আরো বলেন, মান সম্মত শিক্ষার বিকল্প নেই। ফলে শিক্ষার সুষ্ট পরিবেশ বজায় রাখতে শিক্ষাকে পুঁজি করে কাউকে ব্যবসার সুযোগ দেয়া হবে না। শিক্ষার মান ধরে রাখতে সকল ধরনের পদক্ষেপ নিবে সরকার। এসময় মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পড়ালেখার খোঁজখবর নেন। পাশাপাশি শিক্ষকদের পাঠদানের বিষয়ে নানা পরামর্শ দেন।

স্কুল পরিদর্শনে এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ার্স, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদসহ আরো অনেকে।